চুয়াডাঙ্গায় কোভিড-১৯ মহামারী মোকাবেলায় এনজিওদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় জেলা প্রশাসক

প্রধানমন্ত্রীর সফল ও দক্ষ নেতৃত্বে দেশে করোনা ভাইরাস প্রতিরোধ সম্ভব হয়েছে
স্টাফ রিপোর্টার: কোভিড-১৯ মহামারী মোকাবেলায় এনজিওদের ভূমিকা শীর্ষক মতবিনিময়সভা গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ব্র্যাকের সহযোগিতায় ফেডারেশন অব এনজিও’স ইন বাংলাদেশ (এফএনবি) চুয়াডাঙ্গা এ মতবিনিময় সভার আযোজন করে। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মহামারী করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বের উন্নত দেশগুলো যখন দিশেহারা। মৃত্যুপুরিতে পরিণত হয়েছে সমগ্র বিশ্ব। সন্তানের লাশের পাশে পিতা মাতা আসছে না, আবার পিতামাতার লাশের পাশে সন্তান আসছে না। প্রতিবেশী দেশে মানুষ সৎকারের জন্য শ্মশানে জায়গা হচ্ছে না। ঠিক এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল ও দক্ষ নেতৃত্বে করোনা ভাইরাস মোকাবেলা করা সম্ভব হয়েছে। এর সফলতার দাবীদার সরকারের জনপ্রতিনিধি, প্রশাসন, সাংবাদিক ও দেশের সকল এনজিওসমূহ। চুয়াডাঙ্গা সহকারী কমিশনার (সাধারণ শাখা) হাবিবুর রহমানের উপস্থাপনায় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আব্দুল মাজেদ, চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আওলিয়ার রহমান, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক দিপক কুমার শাহা, জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক মাকসুরা জান্নাত, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক সিদ্দীকা সোহেলী রশীদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোয়াজ্জেম হোসেন গাজী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সৃষ্টি সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এফএনবি চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি নাজিম উদ্দিন, ব্র্যাকের জেলা সমন্বয়কারী ফারুক হোসেন, প্রত্যাশার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন। পাওয়ার পয়েন্টে করোনা প্রতিরোধে সার্বিক কার্যক্রমের ওপর উপস্থাপন করেন ব্র্যাক পিএসইউ খুলনা ডিভিশনাল ম্যানেজার আবু সাইদ।

Comments (0)
Add Comment