স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বেসরকারি টেলিভিশন এনটিভির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় শহরের চক্ষু হাসপাতাল চত্বরে দুই শতাধিক শীতার্তদের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। তিনি শীতার্ত মানুষের মাঝে কম্বল তুলে দেন। এতে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি শহিদুল ইসলাম সাহান, সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার মিজানুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও রেডক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য অ্যাড. এমএম শাহজাহান মুকুল, রেডক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি, গোলাম আজম পিনা ও এনটিভি প্রতিনিধি রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেন, শীতের শুরুতেই শীতার্ত মানুষের জন্য দেশের জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভি কর্তৃপক্ষ চুয়াডাঙ্গার শীতার্ত মানুষের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণের করছেন। এজন্য এনটিভি পরিবারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়। আগামীতেও যে কোন দুর্যোগে এনটিভি পরিবার এভাবে অসহায় মানুষের পাশে থাকবেন বলে আশা করছি।
সমাজসেবা অফিসার মিজানুর রহমান বলেন, শীতের মাত্রা চুয়াডাঙ্গাতে বেশি থাকে। শীতের শুরুতেই এনটিভি এ উদ্যোগ গ্রহণ করেছে সেজন্য সাধুবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট সেক্রেটারি শহিদুল ইসলাম সাহান বলেন, জনপ্রিয় চ্যানেল এনটিভি শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে এবং এভাবে আর্ত মানবতার সেবায় পাশে দাঁড়াবেন।
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন বলেন, সমাজের পিছিয়ে পড়া দুস্থ ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে এনটিভি যে অবদান রাখলো এবং দিকনির্দেশনা দিলো, আমাদের সমাজের বিত্তবানদের এগিয়ে আসা দরকার।