চুয়াডাঙ্গার সরিষাডাঙ্গা গ্রামের রুবেলকে গাঁজাসহ আটক

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার সরিষাডাঙ্গা গ্রামের রুবেলকে গাঁজাসহ আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় নিজ এলাকা থেকে তাকে আটক করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৪০০ গ্রাম গাঁজা। এ সময় রুবেলের এক সহযোগী পালিয়ে যায়। আটককৃত রুবেল (৩২) সদর উপজেলার সরিষাডাঙ্গা গ্রামের মৃত জেকের আলীর ছেলে।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর থানার এসআই নিতিশ বিশ্বাস, এএসআই আশরাফুজ্জামান, এএসআই শেখ শাহিন সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার সরিষাডাঙ্গা গ্রামে অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালালেও আটক করা হয় একই এলাকার রুবেলকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৪০০ গ্রাম গাঁজা। গতকালই রুবেলকে ও পলাতক আরেকজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। আজ রোববার রুবেলকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় পুলিশ।

 

Comments (0)
Add Comment