জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মাধ্যমিক পর্যায়ে নির্বাচিত হয়েছেন জীবননগর উপজেলার বিসিকেএমপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম। এর পূর্বে তিনি জীবননগর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বুধবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে প্রধান শিক্ষক হিসেবে মাহবুব আলমের নাম ঘোষণা করা হয়।
প্রধান শিক্ষক মাহবুব আলম জীবননগর উপজেলার মাধবপুর গ্রামের মৃত রমজান আলী ও জরিনা বেগম দম্পতির ছেলে। প্রধান শিক্ষক হিসেবে তিনি বিদ্যালয়টিতে যোগদানের পর শিক্ষার মানোন্নয়ে আত্মনিয়োগ করেন এবং সফল হন। তার সফলার স্বীকৃতি স্বরুপ তাকে মাধ্যমিক পর্যায়ে জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত করা হয়। জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহল তাকে প্রধান শিক্ষক মাহবুব আলমকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে।