স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে করোনা সচেতনতা ও কর্মীদের মাঝে মাস্ক বিতরণ এবং বর্তমান পরিস্থিতিতে প্রয়াত সকল আওয়ামী লীগ নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনসহ সাংগঠনিকভাবে করোনা মোকাবেলার তৎপরতা বৃদ্ধিমূলক আলোচনার আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়। মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান নিপুল মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বিশ্বাস নান্নু। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোক্তার জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা আনিছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা সিরাজ বিশ্বাস, থানা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ফয়জুল হক বিশ্বাস হেলাল, মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়জুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, নবীছদ্দিন, নুর জালাল, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য মো. জুবায়ের আহমেদ সাব্বির। আরও উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, আশা, শাহাবুদ্দিন, মিকাইল, সুমন, অহিদ, রতন, তুফা, বাসেত, রকিবুল এবং ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ইউনিয়নের সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ ও অঙ্গ ও সহযোগী এবং ভাতৃপ্রতীম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন রতন। এছাড়া আরো বক্তব্য রাখেন সাবেক মেম্বার বাবুল হোসেন, লুৎফর রহমান (মেম্বার)।