বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার বেগমপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিকরণ ও বাজেট বরাদ্দ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটিতে ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দারের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন ইউপি সচিব ফয়জুর রহমান। প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে মানুষের জন্য ফাউ-েশনের সহযোগিতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী ইউনুস আলী, ইউপি সদস্য আলী কদর, আমিরুল ইসলাম, আবু সালেহ, জিল্লুর রহমান, আবুবক্কর, আমিনুল ইসলাম প্রমুখ।