মাথাভাঙ্গা ডেস্ক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা দামুড়হুদা ও জীবননগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্ব-স্ব প্রতিষ্ঠানে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডিঙ্গেদহ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক শাহাবুদ্দিন বিশ^াস খোকন, ইউপি সচিব আশাবুল হক মাসুদ, প্যানেল চেয়ারম্যান শওকত মাহামুদ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মাসুদুর রহমান, ফজলুর রহমান, মাহামুদুল হাসান, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, পাস’র নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির ও জান্নাতুল ফেরদৌসের উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশারফ হোসেন, মুকতাদুর রহমান, শিক্ষার্থী রিফাত, সায়েম, রিফাত, বাসার। মানপত্র পাঠ করেন বিদায়ী শিক্ষার্থী সুবর্ণা আক্তার রিমি।
আসমানখালী প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার আসমানখালী মাধ্যমিক বিদ্যালয়ে ২০২২ সালে ১৫৫জন এসএসসি পরীক্ষার্থীদের বিদায় আলোচনাসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণের হলরুমে সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জেলা পরিষদ সদস্য গাংনী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক রকিবুল হাসান। প্রধান অতিথি ছিলেন গাংনী ইউনিয়ন আ.লীগের সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান মুন্সী মো. এমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. আমিনুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মইন উদ্দীন, নান্দবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হুমায়ন কবীর টুলু, ইউনিয়ন যুবলীগ নেতা বিশিষ্ট সমাজ সেবক বজলুর রহমান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহিম, আশাদুল হক, আব্দুস সামাদ-১ আব্দুস সামাদ-২, আতিয়ার রহমান, সুলতানুজ্জামান, মাও. মো. সাঈদুর রহমান, জাকিয়া আফরিন, হোসেনে আরা, বাহাউল হক মিলন, জিয়ার উর রহমান, পাপিয়া সুলতানা, মহিউদ্দীন, আব্বাস আলী, গোলাম মোস্তাফা, হৃদয় হাসান ফারুখ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মজিবুল হক।
দামুড়হুদা অফিস জানিয়েছে, দামুড়হুদার মোক্তারপুর নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দামুড়হুদার মোক্তারপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে বিদায় অনুষ্ঠিত হয়। মোক্তারপুর সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুলতান আহম্মেদ, ৮নং ওয়ার্ড মেম্বার হাসান আলী, মেম্বার আশরাফুল আলম সুমন। এ সময় অতিথি ছিলেন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি জামাল উদ্দীন, সাবেক মেম্বার আশাদুল হক, জাহাঙ্গীর আলম, আ. মমিন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মোক্তারপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বখতিয়ার হোসেন। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের ২৭জন এসএসসি পরীক্ষার্থীকে শিক্ষাসামগ্রী প্রদান করেন অতিথিবৃন্দ।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর আলিম মাদরাসায় দাখিল ও আলিম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় আলিম মাদরাসা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি কাজী সামসুর রহমানের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর আবুল কাশেম, মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক, পরিচালনা পর্ষদের সদস্য মাহফুজ রহমান, দাতা সদস্য রকিবুল ইসলাম প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী এবং দাখিল এবং আলিম পরীক্ষার বিদায়ী শিক্ষার্থীরা।