চুয়াডাঙ্গার বদরগঞ্জ বাজার উন্নয়নের লক্ষ্যে মতবিনিময়সভা অনুষ্ঠিত

 

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের বদরগঞ্জ বাজার উন্নয়নের লক্ষ্যে বদরগঞ্জ বাজার দোকান মালিক সমিতির উদ্যোগে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০দিকে  বদরগঞ্জ কাঁচা বাজারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদরগঞ্জ দোকান মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলী আহম্মদ হাসানুজ্জামান মানিক, কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মতবিনিময় সভার আহ্বায়ক নজরুল ইসলাম নজু, কুতুবপুর ইউনিয়ন আ. লীগের সহ সভাপতি মমিনুল ইসলাম, ৯নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুর সামাদ সোহাগ, ডা. মনিরুজ্জামান, আব্দুল মান্নান, বদরগঞ্জ দোকান মালিক সমিতির সাবেক সম্পাদক তারিকুজ্জামান লাল্টু, মোহাম্মদ আলি, রবিউল ইসলাম জোয়ার্দ্দার, শফিকুল ইসলাম শফি, আব্দুল মান্নান, সিরাজুল ইসলাম, কুতুব উদ্দিন, আমিরুল ইসলাম, আলি আজম, জিকু প্রমুখ। বক্তারা বলেন হাজি বদর উদ্দিন আহমেদ ওয়াকফ এস্টেট কমিটির থেকে ১০জনের পদত্যাগ করলেও একটি পক্ষ (মুত্তালি) পদত্যাগ না করে এই বদরগঞ্জ বাজারকে উন্নয়নের বাধাগ্রস্থ করছে। তিনার (মুত্তালি) দুর্নীতির কারণে বাজারের ব্যবসায়ীরা পথে বসার উপক্রম হয়েছে। পশুরহাট ছিলো সেখানে যাইগা না পেয়ে অন্য স্থানে চলে যাওয়াই ব্যবসায়ীদের আগের মত ব্যবসা হয়না। তিনি (মুত্তালি) হাজি বদর উদ্দিন আহমেদ ওয়াকফ এস্টেট সকল সুবিধা একাই ভোগ করার ফলে যে প্রতিষ্ঠানের জন্য ওয়াকফ করা হয়েছে সে সব প্রতিষ্ঠান বন্ধের দার প্রান্তে। অবিলম্বে ওয়াকফ কে মুত্তালিকে পদত্যাগ ও ওয়াকফ সম্পদের সঠিক হিসাব বের করে তা কাজে লাগানোর জন্য আহ্বান জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন বদরগঞ্জ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম।

Comments (0)
Add Comment