ভালাইপুর প্রতিনিধি: স্কুল ভিত্তিক শিশুদের ঝরে পড়ার হার কমাতে স্কুল শিক্ষক, এসএসসি, পিটিএ এবং অভিভাবকদের সাথে মতবিনিমিয়সভা অনুষ্ঠিত। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিটিং রুমে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে গ্লোবাল ফান্ড ফর চিলড্রেন (জিএফসি) এর সহযোগিতায় স্কুল ভিত্তিক শিশুদের ঝরে পড়ার হার কমাতে স্কুল শিক্ষক, এসএসসি, পিটিএ এবং অভিভাবকদের সাথে মতবিনিমিয় সভায় পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কবীর হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহ সভাপতি সোহেল রানা, পিটিএ কমিটির সভাপতি ফারুক হাসান, সহকারী শিক্ষক আবু জাফর, হেলেনা আক্তার, আনিকা আক্তার, আছমা খাতুন, নাহার সুলতানা, নাসরিন আক্তার, এসএসসি সদস্য আলপনা খাতুন, খিজির আহম্মেদ, শামিম রেজা, পিটিএ কমিটির সভাপতি ফারুক হাসান, পিটিএ সদস্য শরিফা আক্তার, সাখয়াত হোসেন, রানা হোসেন, সপ্না খাতুন, তারা খাতুন, অভিভাবক কালাম হোসেন, জাহাঙ্গীর আলম, ইকবল হোসেন, শরিফ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী সাইদুর রহমান। সহযোগিতায় ছিলেন প্রকল্পের শিক্ষক আসাদুজ্জামান ও মহিবুল হাবীব।