স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার পরিচিত মুখ আবুল আজম ইন্তেকাল করেছেন। গতকাল রাত ১০টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে…… রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর। আবুল আজম চুয়াডাঙ্গা জেলা শহেরর মাঝেরপাড়া মৃত আবুল খায়েরের মেজ ছেলে। তিনি দৌলাতদিয়াড়ের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এয়ার সাইকেল ইঞ্জিনিয়ারিংয়ের স্বত্বাধিকারী ছিলেন। আজ রোববার সকাল ১০টায় জান্নাতুল মাওলা কবরস্থানে মরহুমের জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে।
পারিবারিকসূত্রে জানা গেছে, গতকাল শনিবার সন্ধ্যায় বাসায় অসুস্থ বোধ করলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. আহসানুল আলম টেস্ট করে আজমের শরীরে হৃদরোগের সমস্যা দেখতে পান। এ সময় আলী আজমের অক্সিজেন পালস ও হার্ডবিট ৬৪/১৪৬। কিছুক্ষণের মধ্যেই চুয়াডাঙ্গা হৃদরোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. পরিতোষ ঘোষ ও ডা. ওয়াহেদ মাহামুদ রবীন আলী আজমের পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টগুলো দেখেন। রিপোর্টগুলো দেখে প্রাথমিক চিকিৎসা শুরু করেন। চিকিৎসকরা আলী আজমকে ঢাকাতে নেয়ার পরামর্শ দেন। এরই মধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান। আলী আজমের জানাজার নামাজ আজ সকাল ১০টায় চুয়াডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন জান্নাতুল মাওয়া মসজিদে অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে মসজিদ সংলগ্ন জান্নাতুল মাওয়া কবরস্থানে দাফনকার্য সম্পন্ন হবে। জানাজা ও দাফনকার্যে সকলকে শরিক হওয়ার অনুরোধ জানিয়েছেন মরহুম আলী আজমের পুত্র জজ ও রিগান।
চুয়াডাঙ্গার অতিপরিচিত মুখ আলী আজমের মৃত্যুর সংবাদ শুনে মাঝেরপাড়াস্থ বাড়িতে উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, যুগ্ম-আহবায়ক সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান, খাদিমপুর ইউপি চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস, ব্যবসায়ী রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, পৌরসভা কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ, আলাউদ্দিন আলা, মাফিজুর রহমান মাফি, চুয়াডাঙ্গা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি হিমেল মল্লিক প্রমুখ।
মরহুম আলী আজম স্ত্রী, দুই ছেলে জজ ও শোয়েব রিগানসহ আত্মীয়স্বজন রেখে গেছেন। আলী আজম ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের অন্যতম নেতা শোয়েব রিগানের পিতা।