স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার শহরতলি দৌলাতদিয়াড়ে দিনদুপুরে দুঃসাহিসক চুরির ঘটনা ঘটেছে। চোর এলাকার ফাহাদ টেলিকমের টিনের চাল কেটে দুই লক্ষাধিক নগদ টাকা নিয়ে পালিয়েছে। গতকাল রোববার বেলা ২টার দিকে চুরির এ ঘটনা ঘটে। এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।
ফাহাদ টেলিকমের মালিক মিলন হোসেন জানান, আমার দোকান থেকে বিকাশ ও রকেটে লেনদেন, বিদ্যুতবিল প্রদান এবং ফ্ল্যাক্সিলোড করা হয়ে থাকে। নগদ দুই লক্ষাধিক টাকা দোকানে রেখে বেলা ২টার দিকে বাড়িতে খেতে যাই। পরে ফিরে এসে দেখতে পাই পার্শ্ববর্তী মসজিদের কোলঘেঁষে দোকানের টিনের চাল কাটা। ওই টিনের চাল কেটে চোর ঢুকে দুই লক্ষাধিক টাকা নিয়ে সটকে পড়েছে। পুলিশে খবর দেয়া হলে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে আমি থানায় একটি লিখিত অভিযোগ করেছি।