চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাপের দংশনে প্রাণ গেলো শিশুর

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সাপের  দংশনে হিমেল বাবু নামে তিন বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১২টার দিকে দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের বড় দুধপাতিলা গ্রামে এঘটনা ঘটে। নিহত শিশু হিমেল বাবু একই গ্রামের পূর্বপাড়ার দিনমজুর মহিদুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মায়ের দেয়া পাঁচ টাকা নিয়ে বাড়ির পাশে দোকানে চকলেট কিনতে যায় শিশু হিমেল। এ সময় রাস্তার পাশে থাকা একটি বিষধর সাপ হিমেল বাবুর পায়ে কামড় দেয়। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে পরিবারের সদস্যরা জানতে পেরে হিমেলকে ওঝার (কবিরাজ) নিকট নেয়। সেখানে হিমেলের শারীরিক অবস্থার অবনতি হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার আগেই মৃত্যুর কোলে ঢোলে পড়ে শিশু হিমেল বাবু।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ হোসেন বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটিকে মৃত ঘোষণা করা হয়েছে। পরিবারের সদস্যদের কাছ থেকে জেনেছি শিশুটিকে সাপে কামড় দিয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয় বলে জানান তিনি।

এদিকে, গতকাল বিকেলে জানাজার নামাজ শেষে শিশু হিমেলের মরদেহের দাফন সম্পন্ন করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Comments (0)
Add Comment