চুয়াডাঙ্গার থানা কাউন্সিল পাড়ায় বায়তুর রহমান জামে মসজিদের উদ্বোধন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার থানা কাউন্সিল পাড়ায় বায়তুর রহমান জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে নবনির্মিত এ মসজিদের উদ্বোধন করা হয়। এমএ বারী মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব একেএম আলী আক্তারের সভাপতিত্বে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়াদ্দার টোটন, সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া। আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য মোহাম্মদ কাইয়ুম শাহরিয়ার হোসেন হিজল, ফাউন্ডেশনের পক্ষে ইসরাইল হোসেন শান্তি জোয়াদ্দার, আক্তার হোসেন, তবিবুর রহমান লাবু ও মোহাম্মদ ইউনুস আলী। এছাড়া স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আহমদ উজ্জল হোসেন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সাইফুর রহমান প্রমুখ। গতকাল উদ্বোধনী জুম্মার নামাজের ইমামতি করেন মাওলানা আলহাজ্ব বশির উদ্দিন। মসজিদটির নির্মাণ কাজে এবং সার্বিক সহযোগিতায় ছিলেন জমির উদ্দিন, দেলোয়ার হোসেন, হাদিউজ্জামান হাদি, আবুবক্কর, মোহাম্মদ বুলবুল, জাহিদ হোসেন, নিশান প্রমূখ। উল্লেখ্য, বায়তুর রহমান জামে মসজিদের জমি দান করেন মসজিদের সভাপতি আলহাজ্ব একেএম আলী আক্তার ও তাঁর পরিবারবর্গ। পরে তার বন্ধু জাহেদী ফাউন্ডেশনের পরিচালক নাসির শাহরিয়ার জাহেদীর সহযোগিতায় ৮৫ লাখ টাকা ব্যায়ে দেড় বছর ধরে দ্বিতল মসজিদের নির্মাণকাজ সম্পন্ন হয়।

Comments (0)
Add Comment