বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার ডিহি গ্রামে ছেলের বন্ধু পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে চোখের পলকে দেড় লাখ টাকার সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে প্রতারকচক্রের সদস্যরা। দিনে দুপুরে প্রতারকচক্রের এহেন কর্মকা-ে হতভম্ব হয়ে পড়েছে গ্রামবাসী। চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ডিহি গ্রামের মাঝেরপাড়ায় গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে হাশেম আলীর ছেলে কাঁচামাল ব্যবসায়ী আব্দুস সামাদের বাড়িতে হেলমেট পরিহিত প্রতারকচক্রের এক সদস্য প্রবেশ করেন। হাশেম আলী জানান, বাড়িতে ঢুকেই ছেলে সামাদের বন্ধু। আমার নাম লিয়াকত। ঢাকা থেকে এসেছি। বলেই ঘরের মধ্যে গিয়ে খাটের ওপর বসে পড়ে। ছেলের বন্ধু এসেছে আপ্যায়ন না করলে হয়। নাস্তা আনার জন্য দোকানে গিয়েছি আর এসেছি। কোনো কিছু বুঝে ওঠার আগেই বলে রাস্তায় আর একজন দাঁড়িয়ে আছে তাকে ডেকে আনি। এরই মধ্যে ছেলে সামাদের কাছে ফোন দিলে ছেলে বলে ঢাকাতে আমার কোনো বন্ধু নেই। বাড়িতে ঢুকতে দিও না। ততক্ষণে সর্বনাশ যা হবার তা হয়ে গেছে। পরক্ষণে ঘরে ঢুকে দেখতে পাই ড্রেসিন টেবিলের ডয়ার খুলে ১টি সোনার চেন, হাতের সোনার এক জোড়া রুলি, একজোড়া সোনার কানের দুল, বাচ্চাদের মাজার একটি সোনার কাঠি হাতিয়ে নিয়ে চম্পট দিয়েছে প্রতারক চক্রের লোকজন। প্রায় দেড় লাখ টাকার সোনার গয়না নিয়ে পালিয়েছে। প্রতারকচক্র ২ থেকে ৩ মিনিটের মধ্যে কৌশলে এমন একটি ঘটনা ঘটিয়ে গ্রামের মধ্য থেকে চলে যাওয়ায় হতভম্ব হয়ে পড়েছে গ্রামবাসী।