চুয়াডাঙ্গার জ্বিনতলা মল্লিকপাড়ার বীর মুক্তিযোদ্ধা মোস্তফা খাঁনের মৃত্যু

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জ্বিনতলা মল্লিকপাড়ার বীর মুক্তিযোদ্ধা মোস্তফা খাঁন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…..রাজেউন)। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে করোনার সাথে যুদ্ধে হার মেনে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা আইসোলেশনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বীর মুক্তিযোদ্ধা মোস্তফা খাঁন শহরের জ্বিনতলা মল্লিকপাড়ার মৃত কুদরত আলী খাঁনের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। গতকাল বাদ যোহর গার্ড অব অনার প্রদান শেষে চুয়াডাঙ্গা শহরের পুরাতন গোরস্থানে তার দাফনকাজ সম্পন্ন করা হয়। গার্ড অব অনার প্রদান করেন জেলা পুলিশের একটি চৌকস দল। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন। তিনি জেলা প্রশাসনের পক্ষে মরহুম মোস্তফা খাঁনের আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নের ঐতিহাসিক আটকবর এলাকায় যুদ্ধে অংশগ্রহণ করেন মোস্তফা খাঁন। সেখানে ১৩ জনের মধ্যে ৮ জন শহীদ হলেও ৫ জন বীর সৈনিক প্রাণে বেঁচে যান। বেঁচে যাওয়া ওই ৫ জনের মধ্যে মোস্তফা খাঁনের নাম রয়েছে প্রথমেই। তিনি চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার ছিলেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

Comments (0)
Add Comment