স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জজকোর্টে মো. জিয়া হায়দারকে জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গতকাল রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব প্রশাসন-১ শেখ গোলাম মাহবুব স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। তিনি খুলনা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিভাগীয় বিশেষ জজ হিসেবে কর্মরত ছিলেন। গত ১৫ মার্চ চুয়াডাঙ্গার জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান সরকারি চাকরি হতে অবসর গ্রহণ করেন। এরপর থেকে জেলা ও দায়রা জজ পদটি শূন্য রয়েছে। তবে, ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ মোহা. বজলুর রহমান। নবাগত জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার এর আগে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনাল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) হিসেবে কর্মরত ছিলেন।