স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ জলিবিলা তাহফিজুল কোরআন হেফজ ও নূরানি মাদরাসায় সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। আসন্ন ২য় বার্ষিক ওয়াজ মাহফিল এবং মাদরাসার জন্য জমি ক্রয় টাকা পরিশোধ সংক্রান্তসহ বিভিন্ন গ্রাম কমিটি গঠনের লক্ষ্যে গতকাল শনিবার দুপুরে মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট, কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ পরিকল্পনা উপকমিটির সদস্য এম.এ রাজ্জাক খান রাজ সিআইপি। প্রধান অতিথির বক্তব্যে রাজ্জাক খান রাজ বলেন, অতীতে আওয়ামী লীগের বিরুদ্ধে মসজিদ-মাদরাসা বন্ধ করে অপবাদ দেয়া হলেও এ দলটিই ইসলামী শিক্ষা ও মাদরাসার উন্নয়নে ব্যাপক কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের শাসনামলে দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি দ্বীনি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়ন যুগান্তকারী মাইফলক। তিনি আরও বলেন, এদেশ থেকে জঙ্গিবাদ নির্মূলে সরকার বদ্ধপরিকর। আলেম ওলামা তথা সত্যিকারের ইসলাম প্রেমিরা ঐক্যবদ্ধ থাকলে জঙ্গিবাদ মাথাচাড়া দিতে পারবে না। বর্তমান সরকার সর্বক্ষেত্রে আলেম ওলামাদের যথাযোগ্য সম্মান দিতে কার্পন্য করেনি। ইসলামী শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, নিজের ছেলে-মেয়েদের মানুষের মতো মানুষ করতে হলে দ্বীনি শিক্ষা দিতে হবে। জেনারেল শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষা অর্জন করতে পারলে ওই সন্তান পরিবার, সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে পারবে। তিনি বলেন, প্রতিষ্ঠান কারো একার পক্ষে উন্নয়ন করা সম্ভব নয়। এছাড়া এ প্রতিষ্ঠানটি এগিয়ে নিতে সকলকে এগিয়ে আসতে হবে। মাদরাসাটি অবকাঠামো উন্নয়নের ধারা সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে নিতে হবে। এ সময় তিনি মাদরাসার জমি ক্রয় করার জন্য এক লাখ টাকা অনুদান দেন। সরোজগঞ্জ বাজারে বিশিষ্ট ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা হাজি মো. মীর কাশেমের সভাপতিত্বে অতিথি ছিলেন এম.এ রাজ্জাক খান রাজের সফর সঙ্গী ফয়সাল বিশ^াস অন্তর, জীবন আহম্মেদ, বদরগঞ্জ বাকি বিল্লাহ কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল হাওলাদার, জলিবিলা জামে মসজিদের সভাপতি আব্দুর রহমান সব্দুল, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ক্যাসিয়ার লালচাঁদ, শাহাপুর মাদরাসার সুপার মুদ্দাসির, সাবেক প্রধান শিক্ষক নুরুল ইসলাম, মিজানুর লাল্টু, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু মোসা, আব্দুল জলিল, সাবেক শিক্ষক আশাদুল আলম, আলী সাহ, মফিজুর রহমান আব্দুল হক, জাকির হোসেন, মজিবুল হক, মাদরাসার সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ক্যাসিয়ার দেলোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আননুর ইসলামী একাডেমির শিক্ষক হাসান আহম্মেদ ও মুন্সী আলি আশরাফ। অনুষ্ঠানে সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজি মো. মীর কাশেম মাদরাসার জমি ক্রয়ের জন্য ২২ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।