স্টাফ রিপোর্টার: মাটির দেয়াল চাপায় শিলন নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রান্নাঘরের ফাটল ধরা দেয়াল চাপা পড়ে তার মৃত্যু হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার চাঁদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এদিকে, একমাত্র সন্তানকে হারিয়ে প্রাগলপ্রায় হয়ে পড়েছেন তার মা শিলা খাতুন। ছেলের মৃত্যুর খবরে শোকে কাতর হয়ে পড়েছেন প্রবাসী পিতা ফারুক হোসেন।
জানা গেছে, নিহত শিশু শিলনের (৭) পিতা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ি ছয়ঘরিয়া গ্রামের ফারুক হোসেন প্রবাসী। ফলে একমাত্র সন্তানকে নিয়ে পিতার বাড়ি সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের জোয়ার্দ্দারপাড়ায় থাকতেন মা শিলা খাতুন।
নিহত শিলনের মামা রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে নানাবাড়ির রান্নাঘরের কাছে খেলা করছিলো শিলন। সে সময় বাড়ির অন্যান্য সদস্য কাজে ব্যস্ত ছিলো। হঠাৎ রান্নাঘরের ফাটল ধরা মাটির দেয়াল ভেঙে পড়ে শিলনের ওপর। পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে নেয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোহানা আহমেদ মৃত ঘোষণা করেন শিলনকে। গতকাল বাদ আছর ছয়ঘরিয়া গ্রামের কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।