গড়াইটুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার গড়াইটুপি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক পৃথক পৃথক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের পর থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়নের গবরগাড়া, সড়াবাড়ীয়া, গহেরপুর, বাটিকাডাঙ্গা, তেঘরী, গড়াইটুপি, খাড়াগোদা, খেজুরতলা ও কালুপোলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবময় জীবনবৃত্তান্ত ও ভবিষ্যত প্রজন্মকে এ ইতিহাসকে তুলে ধরেন প্রধান অতিথি গড়াইটুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান রাজু। সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ইউপি সদস্য সাইদ খোকন, ইউপি সচিব হাফিজুর রহমান প্রমুখ।