চুয়াডাঙ্গার গড়াইটুপিতে ৯টি ওয়ার্ডে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বিষয়ক আলোচনা

গড়াইটুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার গড়াইটুপি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক পৃথক পৃথক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের পর থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়নের গবরগাড়া, সড়াবাড়ীয়া, গহেরপুর, বাটিকাডাঙ্গা, তেঘরী, গড়াইটুপি, খাড়াগোদা, খেজুরতলা ও কালুপোলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবময় জীবনবৃত্তান্ত ও ভবিষ্যত প্রজন্মকে এ ইতিহাসকে তুলে ধরেন প্রধান অতিথি গড়াইটুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান রাজু। সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ইউপি সদস্য সাইদ খোকন, ইউপি সচিব হাফিজুর রহমান প্রমুখ।

Comments (0)
Add Comment