চুয়াডাঙ্গার গড়াইটুপিতে এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু

গড়াইটুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গার গড়াইটুপি পালপাড়ায় সনেখা অধিকারী নামের এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার তার নিজ বাড়িতে মরে পড়ে থাকতে দেখে বলে জানায় প্রতিবেশীরা।

প্রতিবেশী সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ গড়াইটুপি গ্রামের পালপাড়ার স্বর্গীয় প্রফুল্ল অধিকারীর সহধর্মিণী সনেখা অধিকারী। স্বামী মারা যাবার পর অসহায় ও নিঃসন্তান হিসেবে পালপাড়ায় বসবাস করতেন। গরীব এবং কেউ না থাকায় খুব কষ্টে দিনতিপাত করতেন। গতকাল বুধবার হঠাৎ করে তার নিজ ঘরে তার লাশ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা। তার মুখ এবং শরীর অস্বাভাবিকভাবে ফোলা ছিলো। প্রতিবেশীরা জানান, কখন মারাগেছেন কেউ জানে না। তার মাঝে মাঝে প্রেসার ও পা ফোলা রোগ ছিলো। অনেকের ধারণা তিনি স্ট্রোক করেছেন। এদিকে গতকাল বিকেলের দিকে স্থানীয় শ্মশানে তার শেষকৃত্য করা হয়।

Comments (0)
Add Comment