গড়াইটুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের গবরগাড়া সিলিন্দিপাড়ায় বাড়িতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে উভয়পক্ষের নারী-পুরুষসহ ৪জন আহত হয়েছেন। আহতরা হলেন ছিলিন্দি পাড়া গ্রামের চান মিয়া (৪৫), আলী হোসেন (৬০), বাদশা (২০) ও মরিয়ম (৪৫)। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে। আহতরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার গবরগাড়া সিলিন্দিপাড়ায় গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে দুইপক্ষের সংঘর্ষে নারী ও পুরুষসহ ৪ জন আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। খবর পেয়ে তিতুদহ ক্যাম্প পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রতিবেশী আলী হোসেনের বাড়ি চান মিয়ার ছাগল গেলে আলী হোসেনের স্ত্রী মরিয়ম অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এ সময় চানমিয়ার হাতে থাকা হেঁসো দিয়ে মরিয়মকে আঘাত করেন। এ সময় আলী হোসেন ও তার ছেলে বাদশা দৌড়ে এসে চান মিয়ার সাথে বাকবিত-া শুরু করে। এক পর্যায়ে বাপ-ছেলেকেও কুপিয়ে আহত করা হয়। সংঘর্ষের কথা শুনে আলী হোসেনের মেয়ে আদরী খাতুন হেঁসো দিয়ে চান মিয়াকে কোপ মারে। এতে উভয়পক্ষের ৪ জনকে সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
তিতুদহ ক্যাম্পের ইনচার্জ এসআই মেজবাহ বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। উভয়পক্ষেরই চারজন আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।