চুয়াডাঙ্গার কুন্দিপুরে ঘাস খাওয়ায় গাভিন ছাগলকে কুপিয়ে হত্যা

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার কুন্দিপুর গ্রামে লাগানো ঘাস খাওয়ায় একটি গাভিন ছাগলকে কুপিয়ে হত্যার করার অভিযোগ উঠেছে গ্রামের প্রভাবশালী হানিফের বিরুদ্ধে। ছাগল হত্যার বিচার চাওয়ায় ছাগলের মালিক হতদরিদ্র হাজেরা খাতুনকে দেখে নেবার হুমকি দেয়া হয়েছে। এলাকার অনেকেই গাভিন ছাগল হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিচার দাবি করেছে।

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের কুন্দিপুর গ্রামের রাশেদ বাবুর স্ত্রী হাজেরা খাতুনের একটি সাড়ে ৫ মাসের গর্ভবতী ছাগল গতকাল শনিবার বিকেল ৪টার দিকে খুজে পাচ্ছিলেন না। হাজেরা অভিযোগ করে বলেন, ছাগল খুঁজতে গিয়ে  দেখি একই গ্রামের নুরু তালুকদারের ছেলে প্রভাবশালী হানিফ তার লাগানো (নেপিয়ার) ঘাস আমার ছাগলে খেয়েছে। এ অপরাধে হেঁসো দিয়ে ছাগলটি কুপিয়ে জখম করেছেন। অতিরিক্ত রক্তক্ষরণে কিছুক্ষণের মধ্যে গাভিন ছাগলটি মারা যায়। তিনি আরও বলেন, আর সপ্তাহখানেক পর ছাগলটি বাচ্চা প্রসব করতো। এদিকে ছাগল হত্যার বিচার চাইতে গেলে হাজেরা খাতুনকে দেখে নেয়ার হুমকি দেন হানিফ। শেষ পর্যন্ত উপায়ান্ত না পেয়ে হাজেরা তার মরা ছাগলটি নিয়ে দর্শনা থানায় যান এবং অভিযুক্ত হানিফের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। এ ব্যাপারে অভিযুক্ত হানিফের সাথে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Comments (0)
Add Comment