চুয়াডাঙ্গার কুতুবপুরে ৫শ’ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার

 

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ফাঁড়ি পুলিশের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ দুজন গ্রেফতার। আলমডাঙ্গার খাসবাগুন্দার জামাল হোসেন ও পোল বাগুন্দার সেলিম হোসেনকে ৫শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় দায়ের করা হয়েছে মামলা।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা সদরের কুতুবপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গার সদরের আসানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের খাসবাগুন্দা গ্রামের মৃত গঞ্জের আলির ছেলে জামাল উদ্দিন (৪৩) ও একই উপজেলার পোল বাগুন্দা গ্রামের হারেজ আলির ছেলে সেলিম হোসেনকে ৫শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। তাদের দুজনের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় কুতুবপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

Comments (0)
Add Comment