গড়াইটুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের কালুপোল গ্রামে ইউডিএফ প্রকল্পের আওতায় গ্রামীণ রাস্তায় ফ্লাট সলিং কাজে নিম্ন মানের ইট ব্যবহার করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার গ্রামের লোকজন এ অভিযোগ তুলে কাজ বন্ধ করে দেয়। পরে আবারো কাজ শেষ করে কন্ট্রাক্টর। গ্রামবাসী জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নে ইউডিএফ প্রকল্পের আওতায় গ্রামের নুর ইসলামের বাড়ি থেকে গোরস্থান গ্রামীণ রাস্তায় ফ্লাট সলিং কাজে ২ ও ৩ নং ইট ব্যবহার করার অভিযোগ করেন। ওই অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিলেও পরে বাঁধা উপেক্ষা করে কাজ সমাপ্ত করেন। তারা আরো অভিযোগ করেন নিম্ন মানের ইট ব্যবহার ও ইটের সলিং ফাঁকা করে দায়সারা কাজ করছেন। এ কারনে গ্রামের লোকজন কয়েকজন এসে কাজ বন্ধ করে দেয়। কিন্তু ইটের দাম বেশি অজুহাতে ২ ও ৩ নং ইট একসাথে মিশিয়ে কাজ করছেন। একই গ্রামের উজ্জ্বল নামের একজন জানান, নিম্নœ মানের ইটের ব্যবহারে রাস্তাটি বেশিদিন টিকবে না। এজন্য গ্রামের আমরা ৮/১০ জন গিয়ে কাজ বন্ধ করে দিই। কিন্তু আমাদের কথায় কোন কর্ণপাত না করে বাকি কাজ অদৃশ্য ক্ষমতার বলে সমাপ্ত করেন। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রকল্পের কন্ট্রাক্টর আরিফুল ইসলাম বলেন, কাজ অনুযায়ী পর্যাপ্ত বরাদ্দ না থাকার কারনে ২ নং ইট দিয়ে সলিং করা হচ্ছে। তবে এই ইট ও মোটামুটি ভালো মানের।