চুয়াডাঙ্গার এক সময়ের উজ্জ্বল নক্ষত্র এসএম শাহজাহান সজিবের ইন্তেকাল : আজ দাফন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার এক সময়ের উজ্জ্বল নক্ষত্র দেশের প্রথম বাংলায় আইসিটি বিষয়ক লেখক এসএম শাহজাহান সজিব ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………রাজিউন)। গতকাল রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃতবরণ করেন। আজ (সোমবার) সকাল সাড়ে ৮টায় তার নিজ গ্রাম আলমডাঙ্গা উপজেলার ভালইপুরে জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হবে। অপরদিকে তার মৃত্যুর খবর শুনে শোক সয়তে না পেরে তার ভাতিজি সৈয়দা আকিরন নেছা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পারিবারিকসূত্রে জানা গেছে। দেশে যখন কম্পিউটার ব্যবহার ব্যাপকতা পেতে শুরু করে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএম শাহাজান সজিব আইসিটি বিষয়ে বাংলায় বই লিখে বিশেষ অবদান রাখেন। শাহবাগের আজিজ সুপার মার্কেটে ইউনিভার্স কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলে প্রশংসিত হন। পরবর্তিতে তিনি আইসিটি বিভাগে নিজস্ব বড় প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে বড়ধরনের বিনিয়োগ করেন। তাতে সফল না হওয়ায় নেমে আসে বিপর্যয়। যদিও তিনি শেষ পর্যন্ত আইসিটি বিষয়ে লেখা লেখি অব্যাহত রেখে ছিলেন। গতকাল যখন চুয়াডাঙ্গায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে তখন নেমে আসে শোকের ছায়া। আলোচনায় উঠে আসে তার কৃতিত্বের বর্ণনা। একটি প্রকাশনা ইউনিভার্স কম্পিউটার সিস্টেম নামের প্রতিষ্ঠানের মালিক ছিলেন। তিনি ২ সন্তানের জনক ছিলেন। জীবনের শেষের দিকে তিনি আইনগত জটিলতায় জড়িয়েছিলেন। চুয়াডাঙ্গা আলমডাঙ্গার ভালাইপুর গ্রামের মরহুম সৈয়দ মোশারফ হোসেনের ছেলে এসএম শাহজাহান সজিব কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে এসএম শাহজাহান সজিবের বয়স হয়েছিলো ৫৮ বছর। উইন্ডোজ সফটওয়্যার কীভাবে চালাতে হয়, কীভাবে কাজ করে তার বিস্তারিতসহ আইসিটির প্রায় সকল বিষয়ে অসংখ্য বই লিখেছেন তিনি। এদিকে আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, চাচার মৃত্যুর শোক সইতে না পেরে আত্মহত্যা করেছেন ভাতিজি সৈয়দা আকিরন নেছা (২৫)। সকলের অগোচরে ভালাইপুরে ঘরে ঢুকে ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। অন্যদিকে, সৈয়দা আকিরন নেছার লাশ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Comments (0)
Add Comment