জিয়াউর রহমান জিয়া: চুয়াডাঙ্গার বদরগঞ্জ বাজার কমিটির নির্বাচন আজ। ভোটার তথা বাজারের ব্যবসায়ীদের ভোটে নির্বাচিত হবে কমিটির নেতৃবৃন্দ। ৫২২ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে বেছে নেবে তাদের নেতা। সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহসম্পাদক ও অর্থ সম্পাদক পদে ভোটযুদ্ধের মাধ্যমে কে কে হাসবেন বিজয়ের হাসি! এ নিয়ে ভোটারদের মধ্যে জল্পনা কল্পনার অন্ত নেই। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। সভাপতি পদে প্রার্থী হলেন, আবুল কালাম আজাদ মিন্টু (বাইসাইকেল), এএসএফ আশিফ (মাছ), মাসকুর রহমান বাবলু বাবলু (ছাতা)। সহসভাপতি ইমরান হোসেন (চেয়ার), মফিজ উদ্দিন (খেঁজুরগাছ), খোরশেদ আলম ওবিলা (গরুরগাড়ি) আনোয়ার হোসেন নয়ন (আনারস)। সাধারণ সম্পাদক পদে সাইদুল ইসলাম (আম), আরিফ আহম্মেদ (মই), তারিকুজ্জামান লাল্টু (মোরগ)। সহসম্পাদক পদে আলী আজম (চাকা), আব্দুল কাদের (টিউবওয়েল)। অর্থ সম্পাদক পদে আনিচুর রহমান জিকু (হাতপাখা) মনিরুল ইসলাম মনি (ফুটবল)। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যারা তারা হলেন, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, ক্রীড়া সম্পাদক সোহেল আজম, ধর্ম বিষয়ক সম্পাদক হাজি মগবুল হোসেন, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম পলাশ, প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, সদস্য পদে আব্দুল খালেক, হুমাউন আহম্মেদ, গামাল উদ্দিন গামা, শ্রী রতন কুমার।