চিনিকল শ্রমিক ফেডারেশনের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা ও ১৪ কেরুজ শ্রমিকের বিদায়

দর্শনা অফিস: বাংলাদেশ চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি, মাসুদুর রহমান, সহসম্পাদক ফিরোজ আহমেদ সবুজ ও সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা সেই সাথে কেরুজ চিনিকলের পরিবহন বিভাগের ১৪ শ্রমিককে আনুষ্ঠানিক বিদায় দেয়া হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে চিনিকলের কৃষি খামার পরিবহন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সভার শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। চিনিকলের মহাব্যবস্থাক (কৃষি) আশরাফুল আলম ভূইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, মহাব্যবস্থাপক (প্রশাসক) শেখ শাহাব উদ্দিন, মহাব্যবস্থাপক (ডিস্টিলারি) ফিদাহ হাসান বাদশা, মহাব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার সাহা, পরিবহন বিভাগের প্রকৌশলী আবু সাঈদ, বাংলাদেশ চিনিকল ফেডারেশন শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি, কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সহসম্পাদক, কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ সবুজ, সাংগঠনিক সম্পাদক, কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহসভাপতি মোস্তাফিজুর রহমান। ইকবাল হোসেনের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আ. হান্নান ছোট, দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি, শ্রমিক নেতা খবির উদ্দিন, শরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন নফর, সাইফুল ইসলাম হুকুম, সাগর আহমেদ প্রমুখ। এ সময় ফেডারেশনের নবনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছাসহ সংবর্ধনা ও পরিবহন বিভাগের সম্প্রতিকালে অবসরগ্রহণকারী ১৪ জন চালক ও হেলপারকে বিদায় দেয়া হয়েছে আনুষ্ঠানিকভাবে।

 

Comments (0)
Add Comment