চাঁদাবাজি মামলায় আলমডাঙ্গার ভোগাইলবগাদীর প্রবাসীর স্ত্রীসহ ৫ জন আটক

আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার ভোগাইলবগাদীর প্রবাসীর স্ত্রীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। চাঁদাবাজি মামলায় গত মঙ্গলবার দিনগত রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের ভোগাইলবগাদী গ্রামের রোডপাড়ায় গ্রাম্য সালিস বৈঠকের নামে চাঁদাবাজির বিরুদ্ধে একটি মামলা করা হয়। এ মামলায় আলমডাঙ্গা থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন মৃত মকছেদ আলীর ছেলে মোকাদ্দেস হোসেন (৪২), প্রবাসী জিনারুল হোসেনের স্ত্রী তাসলিমা খাতুন (৩৮), মৃত আব্দুল জলিলের ছেলে মুসা হোসেন (৪০), মুলুক চাঁদের ছেলে জাহিদ হোসেন (২৪) ও জিনারুল হোসেনের ছেলে হাবিবুর বাসার (২২)। গতকাল বুধবার বেলা ১১টার দিকে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Comments (0)
Add Comment