ঘুষখোর

টিপ্পনী
টিপ্পনী 

ঘুষখোর

ঘুষ খেয়েছেন কর্তা মশাই
ঘুষের অনেক জোর,
এই কারণেই ওনার চোখে
কুয়াশা ঘোর ঘোর।

দেখেও তিনি না দেখা ভাব
করে থাকেন শুনি,
আবডালে খান চুষে চুষে
মালকড়ি-বুনবুনি।

আখলাকে তার লাখ টাকা ঘুষ
মুচকি হাসেন খেয়ে,
কাজ করে দেন তাড়াতাড়ি
নগদ নগদ পেয়ে।

তার কারণেই অতিষ্ঠ আজ
ঠিকাদারের দল
ঘুষ খেকো লোক ধরতে হবে
চল রে সবাই চল।

সূত্র:(গাংনী উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে সংবাদ সম্মেলন)

Comments (0)
Add Comment