বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা বড়সলুয়া গ্রামের ঘরজামাই একটি মামলায় সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বিপুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বিপুলকে আদালতে সোপর্দ করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর উপজেলার বড়সলুয়া গ্রামের রিয়াজ আলীর ঘরজামাই বিপুল হোসেন (২৫) একটি জিআর মামলায় ১ মাসের সাজাপ্রাপ্ত ও ৪টি জিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন থেকে কৌশলে চলাফেরা করছিলো। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তিতুদহ ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই আমিনুল হক ও এএসআই নুর হোসেন অভিযান চালিয়ে বিপুলকে চুয়াডাঙ্গা পৌর শহরের জমি রেজিস্ট্রি অফিসের সামনে থেকে গ্রেফতার করেন।
পুলিশ জানায়, বিপুলের প্রকৃত বাড়ি চুয়াডাঙ্গার ফার্মপাড়ায়। তার পিতার নাম মৃত ফিরোজ হোসেন। পরিচয় গোপন করে বড়সলুয়া গ্রামে ঘরজামাই থাকতো।