গোপালগঞ্জে মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান রাজ্জাক খানের কম্বল বিতরণ

 

স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় মিনিস্টার-মাইওযান গ্রুপের চেয়ারম্যান, এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট ও আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য এমএ রাজ্জাক খান রাজ কম্বল বিতরণ করেছেন। গতকাল মঙ্গলবার মিনিস্টার মাইওয়ান গ্রুপের সৌজন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষে ৯ হাজার দুস্থ্য শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ (পিএস টু) গাজী হাফিজুর রহমান লিকু। টুঙ্গিপাড়ায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইলিয়াস সরদার, পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বি,এম তৌফিক ইসলাম, আরমান হাফিজ, কামরুল ইসলাম বাদল এবং কোটালীপাড়া দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আয়নাল হোসেন শেখ, পৌরসভার মেয়র হাজি মো. কামাল হোসেন শেখ, কামরুল ইসলাম বাদল, রুহুল আমিন খান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম মনি, শ্রম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম শেখ, কোটালীপাড়ার সাবেক চেয়ারম্যান কৃষ্ণ প্রসাদ মজুমদার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বুলবুল আহাম্মদ তাজ প্রমুখ।

Comments (0)
Add Comment