স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরসভার পাম্প চালক তৌফিকুল হক হাবলু গাছ থেকে পড়ে মারা গেছেন। গতকাল সোমবার বেলা ৩টার দিকে চুয়াডাঙ্গা বাগানপাড়ার নিজবাড়িতে গাছের ডাল কাটতে গিয়ে দুর্ঘটনাবশত গাছ থেকে পড়ে মারা যান তিনি। পৌর কর্মচারী তৌফিকুল হক হাবলুর মৃত্যুতে চুয়াডাঙ্গা পৌর পরিষদ এবং বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা পৌরসভা ইউনিটের পক্ষ থেকে গভীর শোক প্রকাশসহ তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।