গাংনী প্রতিনিধি: গাংনী পৌরসভার ৭ নং ওয়ার্ডের উপনির্বাচনে মুতালেব হোসেন পাঞ্জাবী প্রতীকে ৮১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী সাবেক কাউন্সিলর বদরুল আলম বদু টেবিল ল্যাম্প প্রতীকে পেয়েছেন ৫৪৭ ভোট। বদরুল আলম বদু’র চেয়ে ২৬৮ ভোট বেশী পেয়ে মো. মুতালেব হোসেন কাউন্সিলর নির্বাচিত হলেন। ভোট গণনা শেষে বুধবার বিকেল ৫ টার দিকে প্রিজাইডিং অফিসার মাহফুজুর রহমান এ ফলাফল ঘোষণা করেন। এছাড়া কাউন্সিলর প্রার্থী শফিউল আলম উটপাখি প্রতীকে পেয়েছেন ২৫০ ভোট ও সানোয়ার হোসেন পানির বোতল প্রতীকে পেয়েছেন মাত্র ৪৯ ভোট। গাংনী পৌরসভার ৭ নং ওয়ার্ডের মোট ২৪৬২ ভোটের মধ্যে ১৬৬১ ভোট পোল হয়েছে বলে জানান প্রিজাইডিং অফিসার। উল্লেখ্য, চলতি বছরের ২৫ মার্চ ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মকছেদ আলী দৌলদিয়া ঘাটে গিয়ে স্ট্রোক জনিত কারণে মারা গেলে এই ওয়ার্ডের কাউন্সিলর শূন্য ঘোষণা করেন।