গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী পূর্ব মালসাদহ গ্রামের বাসিন্দা মিলন আহম্মেদের নামে ফেসবুক আইডি খুলেছে অজ্ঞাত ব্যক্তি। গতকাল সোমবার মিলন হোসেনের স্বজনদের কাছে ফেসবুক ম্যাসেঞ্জারে টাকা দাবি করা হয়েছে। বিষয়টি অবগত হয়ে প্রতিকার চেয়ে গাংনী থানায় একটি জিডি করেছেন মিলন আহম্মেদ।
জানা গেছে, মিলন আহম্মেদ নামে ইংরেজীতে একটি ফেসবুক আইডি রয়েছেন যার মালিক মিলন আহম্মেদ। এ আইডিতে মিলন হোসেনের পঞ্চাবি গায়ে দেয়া ফুল সাইজের একটি ছবি রয়েছে প্রোফাইলে। অপরদিকে তার পুরানো একটি হাফ ছবি ব্যবহার করে একই নামে আরেকটি আইডি খোলা হয়েছে। যে আইডির ম্যাসেঞ্জারে টাকা দাবি করা হয়েছে তার স্বজনদের কাছে। এ বিষয়ে নিজের আইডিতে একটি সতর্কীকরণ নোটিশ দিয়েছেন মিলন।
মিলন আহম্মেদ জানান, আমার অনেক আগের একটি ছবি ব্যবহার করে ওই আইডি খোলা হয়েছে। যা দেখে যে কেউ ভাবতে পারেন আমার আইডি। তাই এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি এবং প্রতিকারের বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য পুলিশের প্রতি দাবি করছি।