গাংনী প্রতিনিধি: গাংনীর ইউএনও আরএম সেলিম শাহনেওয়াজকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে গাংনী প্রেসক্লাব ও উপজেলা পরিষদ। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে গাংনী প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পদোন্নতি পেয়ে তিনি কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন। গাংনী প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক রমজান আলি। সাংবাদিক মাজেদুল হক মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাংনী প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহাবুব আলম। বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক রফিকুল আলম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ উদ দৌলা রেজা ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানসহ সাংবাদিকবৃন্দ। সততা ও নিষ্ঠার সাথে সরকারি দায়িত্ব পালনকারী আরএম সেলিম শাহনেওয়াজের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন বক্তারা। এর আগে সকালে ইউএনও সভাকক্ষে উপজেলা পরিষদ ও বিকেলে অফিসার্স ক্লাবের পক্ষে তাকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।