গাংনীতে ৭০ বোতল ফেনসিডিলসহ একজন গ্রেফতার

গাংনী প্রতিনিধি: ৭০ বোতল ফেনসিডিলসহ শাহিনুর রহমান ওরফে সবুজ (২৭) নামের এক ব্যক্তিকো গ্রেফতার   করেছে পুলিশ। মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে গতকাল বুধবার সকালে বামন্দী বাজারের শ্যামলী এনআর কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক সবুজ কুষ্টিয়ার মিরপুর উপজেলার আটিগ্রামের হাবিবুল ইসলামের ছেলে। আটক সবুজ একজন মাদক ব্যবসায়ী। তার বহনকৃত ব্যাগ তল্লাশি করে ফেনসিডিল পাওয়া গেছে বলে জানিয়েছেন অভিযান দলের নেতা ডিবির এসআই অজয় কুমার কুণ্ডু। তিনি বলেন, ফেনসিডিল পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ব্যাগ হাতে নিয়ে গন্তব্যের বাসের জন্য অপেক্ষা করছিলো সবুজ। সবুজের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক গাংনী থানায় সোর্পদ করা হয়েছে এবং যার কাছ থেকে ফেনসিডিল এনেছে তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন এসআই অজয় কুমার কু-ু।

 

Comments (0)
Add Comment