গাংনী প্রতিনিধি: নবম ও দমশ শ্রেণীর শিক্ষার্থীদের কোভিড-১৯ (ফাইজার) টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। সারা দেশের মতো গতকাল রোববার মেহেরপুরের গাংনী উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসায় এ কার্যক্রম শুরু হয়।
আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত পর্যায়ক্রমে ৯১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এ টিকাদান অব্যাহত থাকবে। উদ্বোধনী দিনে ৮টি প্রতিষ্ঠানের ১ হাজার ৬শ ৬৫ জন শিক্ষার্থীকে টিকা দেয়া হয়।
লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের ৩০০ জন শিক্ষার্থী, চিৎলা মাধ্যমিক বিদ্যালয় ৩০০ জন, বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ২৫০ জন, বিডি মাধ্যমিক বিদ্যালয় ১১৫ জন, হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ২৫০ জন, এইচএমএইচভি মাধ্যমিক বিদ্যালয় ১০০জন, কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয় ২৫০ জন এবং সানঘাট মাধ্যমিক বিদ্যালয়ের ১০০ জন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আব্দুর রশিদ জানান, ১২-১৭ বছরের প্রত্যেকটি শিক্ষার্থী এ (ফাইজার) টিকা গ্রহণের সুযোগ পাচ্ছে।