গাংনীতে রাতের আঁধারে ৬ বিঘা জমির কলাক্ষেত কাটলো দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার: মেহেরপুরের গাংনী উপজেলায় দুই কৃষকের ছয় বিঘা জমির কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত পরশু শনিবার উপজেলার বালিয়াঘাট গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষকের ধারণা, রাজনৈতিক বিরোধ কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামের মাঠে কৃষক সাহজাহান আলী ও রহিদুল ইসলাম যৌথভাবে ছয় বিঘা জমি ইজারা নিয়ে কলাগাছের বাগান করেছিলেন। এক সপ্তাহের মধ্যে বাজারে কলা তোলা যেত। গতকাল রোববার সকালে কাটা গাছ দেখে প্রতিবেশীরা সাহজাহান ও রহিদুলকে খবর দেন। পরে কলাবাগানে গিয়ে তারা কান্নায় ভেঙে পড়েন। সাহজাহান আলী বলেন, এক বিঘা কলাগাছের বাগান করতে ৬০ থেকে ৭০ হাজার টাকা খরচ হয়। সার ও কীটনাশক এলাকার দোকান থেকে বাকি নেয়া হয়েছে। এখন জমির ইজারা ও বকেয়া টাকা পরিশোধ করা নিয়ে মহাবিপাকে পড়েছেন তারা। কারা তাদের এত বড় ক্ষতি করলো কিছুই বুঝতে পারছেন না তারা। রহিদুল ইসলাম বলেন, বেশির ভাগ সময় কলাবাগানের দেখভাল সাহজাহান করে থাকেন। রাজনৈতিক বিরোধের কারণে কলাবাগান নষ্ট করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বালিয়াঘাট গ্রামের দু’জন বাসিন্দা বলেন, সংসদ নির্বাচনের সময় রহিদুল ও সাহজাহান এক প্রার্থীর সমর্থক ছিলেন। এসব নিয়ে তাদের সঙ্গে কারও কোনো ঝামেলা থাকতে পারে। গ্রামেতো আরও অনেকের ফসলের জমি আছে। শুধু তাদের কলাবাগানের ক্ষতি করলো কেন করলো দুর্বৃত্তরা? পুলিশ তদন্ত করলে বিষয়টি বেরিয়ে আসবে। গাংনী থানার ওসি তাজুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেবে।