গাংনীতে বিদ্যুত স্পৃষ্টে নারী আহত

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের আমতৈল মানিকদিয়া গ্রামে বিদ্যুত স্পৃষ্টে আহান্নারা খাতুন (৫০) নামের এক নারী আহত হয়েছেন৷ আহত আহান্নারা আমতৈল গ্রামের রহমতুল্লাহ প্রামাণিকের স্ত্রী। শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আহত আহান্নারার ছেলে মেহেরপুর জেলা যুবমৈত্রীর সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান জানান, আমার আম্মাবাড়ির পাশে মুরগীর ফার্মে মুরগীকে খাবার দিচ্ছিলেন। এ সময় অসাবধানতা ফার্মের সংযোগকৃত বিদ্যুতর লাইনে স্পর্শ করেন। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়লে, প্রতিবেশীরা উদ্ধার শেষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা (হারদী) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

Comments (0)
Add Comment