গাংনীতে বিএনপির চার নেতাকর্মী গ্রেফতার

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীর বিভিন্ন স্থান থেকে বিএনপির চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতার মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল বুধবার উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা (৪৫), ময়না হার্ডওয়্যারের মালিক ও যুবদল নেতা জিয়াউর রহমান (৩৫), রাইপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম (৪৭) ও শানঘাট গ্রামের মৃত আখের আলীর ছেলে জহুরুল ইসলাম (৪৮)। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে সরকার বিরোধী নাশকতার অভিযোগ রয়েছে। নাশকতার মামলায় গ্রেফতার করে তাদেরকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।