গাংনীতে বাবার মোটরসাইকেল থেকে পড়ে মেয়ের মৃত্যু

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে বাবার মোটরসাইকেল থেকে পড়ে বেবী খাতুন (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকার শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চোখতোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বেবী উপজেলার রায়পুর গ্রামের তুষার আলীর স্ত্রী। তিনি একই গ্রামের রাহিম উদ্দিনের মেয়ে।

ঘটনার প্রত্যক্ষদর্শী জোড়পুকুরিয়া গ্রামের ইয়ার আলীর স্ত্রী ফেলুজান বলেন, গতকাল ভোরে বেবীকে নিয়ে তার বাবা মেহেরপুর-কুষ্টিয়া সড়ক ধরে চোখতোলা থেকে বামন্দির দিকে যাচ্ছিলেন। সড়কের চোখতলা এলাকার নবনির্মিত উঁচু রাস্তা থেকে নিচের দিকে নামার সময় বেবী খাতুন মোটরসাইকেলের পেছন থেকে পড়ে যান। ইটের খোয়ার ওপর পড়ে মাথার পেছনের অংশে তার গুরুতর জখম হয়। চোখের সামনে এমন চিত্র দেখে তার বাবা রাহিম উদ্দিনও জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় স্থানীয় লোকজন বাবা ও মেয়েকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এমকে রেজা বলেন, প্রাথমিক চিকিৎসা চলাকালীন স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে তার মৃত্যু হয়। তবে রাহিম উদ্দিন কোনো আঘাত পাননি।

Comments (0)
Add Comment