গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামে বজ্রপাতে হেলাল উদ্দীন (২৬) নামের এক কৃষক নিহত হয়েছেন। নিহত হেলাল হাড়াভাঙ্গা গ্রামের হালসানাপাড়ার মোখলেছুর রহমানের ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে হাড়াভাঙ্গা বিলের মাঠ থেকে কৃষক হেলালের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, এদিন সকাল থেকে এক সন্তানের জনক হেলাল উদ্দীন একা একা জমিতে পাটের আঁটি বাঁধার কাজ করছিলেন। এক পর্যায়ে দুপুর দেড়টার দিকে বৃষ্টিপাত শুরু হয় ও বজ্রপাত হয়। ওইসময় বজ্রপাত হেলাল উদ্দীনের শরীরে আঘাত হানলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাঠ থেকে বাড়ি আসতে দেরী হওয়ায় তার পরিবারের লোকজন ও স্থানীয় কৃষকরা মাঠে গিয়ে দেখে তার মরদেহ পাটের জমিতে পড়ে রয়েছে।