গাংনী প্রতিনিধি: সাব্বির হোসেন (২০) নামের এক মাদককারবারীকে আটক করেছে র্যাব। শুক্রবার মধ্যরাতে তাকে মেহেরপুরের গাংনীর জোড়পুকুরিয়া বাজার থেকে র্যাব-৬ গাংনী ক্যাম্পের একটি টিম আটক করে। তার কাছ থেকে জব্দ করা হয় ৫৩ বোতল ফেনসিডিল ও একটি মোবাইল ফোন। সাব্বির হোসেন গাংনীর রামদেব পুরের ই¯্রাফিল হোসেনের ছেলে। গতকাল শনিবার তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, জোড়পুকুর বাজারে ফেনসিডিল বেচাকেনা চলছে মর্মে সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। এ সময় ৫৩ বোতল ফেনসিডিলসহ সাব্বির নামের একজনকে আটক করে। গতকাল শনিবার মামলাসহ তাকে গাংনী থানায় সোপর্দ করে। সাব্বিরকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।