গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার আযান গ্রামে নিখোঁজের সাতঘন্টা পর আসিফ (১২) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে বাড়ির পাশর্^বর্তী পুকুরে তার মরদেহ পায় স্থানীয়রা। গোসল করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পরিবার। আসিফ আযান গ্রামের হাসিবুল ইসলামের ছেলে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর বারোটার দিকে বাড়ি থেকে বের হয়ে হাসিবুল নিখোঁজ হয়। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি। এক পর্যায়ে সন্ধ্যা ছয়টার দিকে বাড়ির পাশর্^বর্তী হায়দার আলীর পুকুর পাড়ে স্যান্ডেল পড়ে থাকতে দেখে পানিতে ডুবে গেছে বলে সন্দেহ হয়। প্রতিবেশীরা পুকুরে নেমে সন্ধান করতে গিয়ে সন্ধান মেলে মরদেহের।

বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, মরদেহ নিজ বাড়িতে নিয়ে গেছেন স্বজনেরা।

 

Comments (0)
Add Comment