গাংনীতে নারীসহ দু’জন ফেনসিডিলসহ গ্রেফতার

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে মাদককারবারী এক নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৭০ বোতল ফেনসিডিল। সেই সাথে জব্দ করা হয়েছে তাদের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল। গতকাল বুধবার সকালে গাংনীর বেতবাড়িয়া মাঠের মধ্যে এ অভিযান চালায় পুলিশ।
আটককৃতরা হচ্ছেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তেকালা গ্রামের হাবিবুর রহমান ওরফে মাহাবুরের স্ত্রী স্মৃতি (২০) ও ধর্মদহ গ্রামের রফিজ উদ্দীনের ছেলে স্বপন আলী (৩৬)। এদের নামে মামলাসহ মেহেরপুর আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, সীমান্ত এলাকা থেকে মাদকের একটি চালান ভবানীপুর হয়ে কুষ্টিয়া যাবে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জহির ও সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। এসময় তাদের ব্যাগ থেকে ৭০ বোতল ফেনসিডিল পাওয়া গেলে দুজনকে আটক করে থানায় নেয়া হয়। জব্দ করা হয় তাদের ব্যবহৃত একটি ইয়ামাহা মোটরসাইকেল (যার নং- যশোর ল- ১১-৮৯২০)। ওসি আরো জানান, আটককৃতদের সহযোগিরা তাৎক্ষণাত আত্মগোপন করলেও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

Comments (0)
Add Comment