গাংনীতে দুটি বোমা সাদৃশ্যবস্তু উদ্ধার

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীর কল্যাণপুর রাস্তার পাশ থেকে দুটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে গাংনী থানা পুলিশের একটি টিম বোমা সাদৃশ্য বস্তু দুটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে চুবিয়ে রাখে। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, কল্যাণপুর রাস্তার পাশে বোমা সাদৃশ্য বস্তু দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। পরে এসআই মাসুদ ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে বোমা সাদৃশ্য বস্তু দুটি উদ্ধার করে পানিতে চুবিয়ে রাখে। স্থানীয় লোকজনের মাঝে ভীতি ছড়ানোর জন্য এগুলো রাখতে পারে বলে ধারনা করা হচ্ছে।

Comments (0)
Add Comment