গাংনীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা পাল্টা হামলা ॥ আহত ২  

গাংনী প্রতিনিধি: গাংনী শহরে দুদল যুবকদের মাঝে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে দেশীয় ধারালো অস্ত্রের কোপে রক্তাত্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আহত হয়েছে উভয়পক্ষের দুজন। আহতরা হচ্ছে গাংনী বাজারের আমিন মিষ্টান্ন ভান্ডারের কর্মচারী রাহিবুল ইসলাম (২৬) ও গাংনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তারিক হোসেন (১৬)। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার সময় তন্ময় (২২) নামের একজন কারখানার মধ্যে ঢুকে জাহিদ কোথায় জিজ্ঞাসা করে। এ সময় জাহিদ কারখানায় নেই বলে জানায় রাহিবুল ইসলাম। তন্ময় ও তারিক তার ওপরে চড়াও হয়। এক পর্যায়ে তারিক রড দিয়ে রাহিবুলকে মাথায় আঘাত করলে সে রক্তাক্ত জখম হয়। পরে রাহিমুল ইসলামও কারখানায় থাকা দেশীয় অস্ত্র বটি দিয়ে তারিককে আঘাত করে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রাহিবুলকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তারিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। গাংনী থানার ওসি ওবাইদুর রহমান বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আহত দুজনের চিকিৎসা চলছে। কোনোপক্ষ এখনও লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

 

Comments (0)
Add Comment