গাংনী প্রতিনিধি: মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ মাদকব্যবসায়ী খাইবার হালসানাকে আটক করেছে। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রাম থেকে ১ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। আটককৃত খাইবার হালসানা রামকৃষ্ণপুর ধলা গ্রামের মৃত শামসুদ্দিন হালসানার ছেলে।
ডিবিসূত্রে জানা গেছে, গাংনী উপজেলার রংমহল, খাস মহল ও কাথুলী সীমান্ত এলাকার চিহ্নিত মাদকব্যবসায়ী খাইবার হালসানা। বেশ কিছুদিন থেকে তাকে আটকের চেষ্টা করছিলেন এসআই অজয় কুমার কুন্ডু। অবশেষে মাদক কেনাবেচার সময় ১ কেজি গাঁজাসহ তাকে আটক করতে সক্ষম হন ওই অভিযান দলের সদস্যরা। খায়বার হালসানার নামে মামলা দায়ের করে গাংনী থানার মাধ্যমে মেহেরপুর আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।