গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে উপজেলা পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপী এ অনুষ্ঠান উদ্বোধন করেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার সাজাহান রেজা। গাংনী উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার মোট ১৬২টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। মঙ্গলবার সকালে গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, ইউআরসির ইন্সট্যাক্টর মফিজুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সামসুজ্জোহা, ফয়সল বিন হাসান, আরিফ হাসানও উবায়দুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন করেন গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা।