গড়াইটুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের মাদক বিরোধী পৃথক অভিযানে ২ কেজি একশ গ্রাম গাঁজাসহ চারজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল শনিবার সকালের দিকে পৃথক অভিযানে গাঁজাসহ তাদেরকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃতরা হলেন-চুয়াডাঙ্গার গড়াইটুপি ইউনিয়নের গোবরগাড়া গ্রামের মৃত আবু সিদ্দিকের ছেলে শহিদুল ইসলাম (৪৫), গড়াইটুপি গ্রামের মেলার মাঠ পাড়ার আব্দুর রশিদের স্ত্রী জোসনা খাতুন (৩৫), একই এলাকার মৃত আইয়ুব ম-লের ছেলে হারুন মন্ডল (৫৫), মৃত আলী হোসেন ভুইয়ার ছেলে আলা ভুইয়া (৫০)। এ সময় তাদের কাছ থেকে সর্বমোট ২ কেজি ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত আসামিদের জেল-জরিমানা প্রদান করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদাত হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্সসহ গতকাল সকালের দিকে দর্শনা থানার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গড়াইটুপি ইউনিয়নের গোবরগাড়া গ্রাম থেকে এক কেজি গাঁজাসহ শহিদুল ইসলাম নামের একজনকে আটক করা হয়। এ সময় গড়াইটুপি গ্রামের মেলার মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে এক কেজি গাঁজাসহ গড়াইটুপি গ্রামের মেলার মাঠ পাড়ার জোসনা খাতুন নামের এক মাদক ব্যবসায়ী, ৪০ গ্রাম গাঁজাসহ হারুন মন্ডল নামের একজন এবং ৬০ গ্রাম গাঁজাসহ একই এলাকার আলা ভুইয়া নামের একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামি শহিদুল ইসলামকে ৩ মাসের বিনাশ্রম কারাদ- এবং ২শ’ টাকা অর্থদ-, আসামি হারুন ম-লকে ৩ দিনের বিনাশ্রম কারাদ- এবং ১শ’ টাকা অর্থদ- এবং আসামি আলা ভুইয়াকে ৩ দিনের বিনাশ্রম কারাদ- এবং ১শ’ টাকা জরিমানা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আকবর হোসেন বাদী হয়ে জোসনা খাতুনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন।